প্রিন্ট এর তারিখঃ Nov 4, 2025 ইং || প্রকাশের তারিখঃ Oct 12, 2025 ইং
পিআর প্রদ্ধতিতে নির্বাচনসহ ৫দফা দাবিতে টাঙ্গাইলে জামায়াতে ইসলামীর স্মারকলিপি প্রদান
    
পিআর প্রদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে টাঙ্গাইলে স্মারকলিপি প্রদান করেছে 	জামায়াতে ইসলামী। রোববার সকালে জেলা প্রশাসক শরীফা হকের মাধ্যমে প্রধান উপদেষ্টার বরাবর স্মারকলিপি দেয়া হয়।এর আগে শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যোনে সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়।
এসময় জেলা জামায়াতের আমীর আহসান হাবীব মাসুদ, নায়েবে আমীর  অধ্যাপক খন্দকার আব্দুর রাজ্জাক, সেক্রেটারি মাওলানা হুমায়ুন কবির,  সহকারী সেক্রেটারি হুসনি মোবারক বাবুল, সহকারী সেক্রেটারি অধ্যাপক শফিকুল ইসলাম খান, সাংগঠনিক সেক্রেটারি শহিদুল ইসলাম, সদর উপজেলা আমীর অধ্যাপক ইকবাল হোসাইন বাদল, সেক্রেটারি আলমগীর হোসেন, শহর সেক্রেটারি অধ্যাপক সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে মিছিল নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে নেতাকর্মীরা স্মারকলিপি প্রদান করেন। 
৫ দফা দাবিগুলো হল- জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রæয়ারিতে নির্বাচন, জাতীয় নির্বাচনে পিআর পদ্ধতি চালু, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, ফ্যাসিস্ট সরকারের জুলুম-নির্যাতন ও দুর্নীতির বিচার এবং জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।
 
    
       © সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com